WB Corona LIVE: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

West Bengal Coronavirus LIVE Updates:  পরিস্থিতি সামালে সিসিইউ-তে জাম্বো সিলিন্ডার রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 May 2021 12:11 AM

প্রেক্ষাপট

লকডাউনের কড়াকড়ির মধ্যেই একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ১৯ হাজারেরই উপরে। দৈনিক সংক্রমণে শীর্ষে উঃ ২৪ পরগনা। কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ।কলকাতায় এবার ব্ল্যাক...More

West Bengal Corona LIVE: বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য

করোনা আক্রান্ত হলেও বাড়িতেও রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, যে বিষয়ে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।