WB Corona LIVE: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

West Bengal Coronavirus LIVE Updates:  পরিস্থিতি সামালে সিসিইউ-তে জাম্বো সিলিন্ডার রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 May 2021 12:11 AM
West Bengal Corona LIVE: বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য

করোনা আক্রান্ত হলেও বাড়িতেও রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, যে বিষয়ে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

West Bengal Corona LIVE: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

সস্ত্রীক করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল মীরা ভট্টাচার্যকে।

West Bengal Corona LIVE: এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন

গত একদিনে নতুন করে ২৩৩ জন অ্যাকটিভ রোগী সংযোজিত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৬ হাজার ৮৯২ জন।

West Bengal Corona LIVE: চিন্তা বাড়াচ্ছে রাজ্যের পজিটিভিটি রেট

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৬২৬ টি। যার মধ্যে ১৯ হাজার ৪২৮টি স্যাম্পেলই পজিটিভ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১০.১৩ শতাংশ।

WB Corona LIVE: দক্ষিণ ২৪ পরগণায় গত একদিনের করোনা চিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় সংক্রমিত ১ হাজার ১৭০ জন, মৃত ১৩ জন।

West Bengal Corona LIVE: হুগলিতে গত একদিনের করোনা চিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুগলিতে সংক্রমিত ১ হাজার ১৪৫ জন। মৃত ৮ জন।

WB Corona LIVE: হাওড়ায় গত একদিনের করোনা চিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় সংক্রমিত ১ হাজার২২০ জন, মৃত ৮ জন।

West Bengal Corona LIVE: চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৪ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে, কলকাতায় এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নতুন করে সংক্রমিত ৩ হাজার ৭৮৫। 

WB Corona LIVE: একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫০ জন

গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫০ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৭.৬০ শতাংশে।

West Bengal Corona LIVE: গত ২৪ ঘণ্টার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ৪২৮ জন

গত ২৪ ঘণ্টার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ৪২৮ জন। মৃত্যু ১৪৫ জনের।

WB Corona LIVE: কোভিড আবহে যাত্রী কম, বাতিল বেশ কিছু স্পেশাল ট্রেন

কোভিড আবহে যাত্রী কম, বাতিল বেশ কিছু স্পেশাল ট্রেন।বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই উত্তরবঙ্গের।তালিকায় শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, শিয়ালদা-পুরী স্পেশাল।বাতিল কলকাতা-হলদিবাড়ি স্পেশাল ট্রেন ।বাতিল কলকাতা শীলঘাট স্পেশাল ও হাওড়া-বালুরঘাট স্পেশাল।এর আগেও যাত্রী কম হওয়ায় ট্রেন বাতিল করে পূর্ব রেল

WB Corona LIVE: হাড়োয়া গ্রামীণ হাসপাতালে টিকা নিতে ভোর থেকে লাইন দিয়েও এল না ডাক

করোনার ভ্যাকসিন নিতে, ভোর থেকে ইটের উপর কাগজে নাম লিখে লাইন দিয়েছিলেন অনেকে। কিন্তু তারপরও কারও ডাক আসেনি। বসিরহাটের হাড়োয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের জন্য নাম নথিভুক্ত করা যাবে না। কিন্তু হাড়োয়া গ্রামীণ হাসপাতালে আসা গ্রাহকদের অভিযোগ, হাসপাতালের তরফে তাঁদের কিছুই জানানো হয়নি। সেখানে এখনও সাটা রয়েছে আগের নিয়মের নোটিস। যার ফলে ঘণ্টার পর ঘণ্টার ইট পেতে, লাইন দেওয়ার পর তাঁরা জানতে পারছেন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে না।

West Bengal Corona LIVE:  জলপাইগুড়ি পুরসভার একাধিক বাজারে হানা পুলিশের

নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাজার খোলা থাকায় অভিযান চালাল পুলিশ।  আজ সকালে জলপাইগুড়ি পুরসভার একাধিক বাজারে হানা দেন পুলিশ কর্মীরা।  পুলিশ দেখে অনেক জায়গায় তড়িঘড়ি দোকান বন্ধ করে দেন বিক্রেতারা।  আবার কোথাও ঝাঁপ বন্ধ করে দিলেও ভিতর থেকে দোকানিকে টেনে বের করে পুলিশ।  থানা মোড়, বয়েল খানা বাজার, ইন্দিরা কলোনি, হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

WB Corona LIVE:  চাঁচলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিণত হল কোভিড হাসপাতালে

করোনা রোগীদের চিকিৎসায় মালদার চাঁচলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পরিণত করা হল কোভিড হাসপাতালে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন ৬৪টি বেড থাকলেও, এই হাসপাতালে বেডের সংখ্যা একশো পর্যন্ত করার ভাবনা রয়েছে।

West Bengal Corona LIVE: কোভিড আবহে শহরে আরও একটি অক্সিজেন পার্লার

কোভিড আবহে শহরে আরও একটি অক্সিজেন পার্লার। বেহালায় অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন পুর প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য তারক সিং। কোনও ব্যক্তির অক্সিজেন স্যাচুরেশন কম হলে, তিনি এই পার্লারে অক্সিজেন নিতে পারবেন। 

WB Corona LIVE: বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে সমস্যা

বেলেঘাটা আইডি হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা। ৩ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্ক বসানো সত্বেও সরবরাহে সমস্যা। কোভিড রোগীদের জন্য অক্সিজেন সরবরাহে সমস্যা। পাইপ লাইন দিয়ে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউ-তে। পরিস্থিতি সামালে সিসিইউ-তে জাম্বো সিলিন্ডার রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে। অক্সিজেন সরবরাহে চওড়া ব্যাসার্ধের পাইপলাইন বসানোর ভাবনা। ১০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

West Bengal Corona LIVE: করোনা আক্রান্তর দেহ নামিয়ে চম্পট অ্যাম্বুল্যান্স চালকের

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চাঞ্চল্য। জরুরি বিভাগের সামনে করোনা আক্রান্তর দেহ নামিয়ে চম্পট চালকের। গৃহবধূর দেহ নামিয়ে চম্পট দিল এক অ্যাম্বুল্যান্স চালক। ৪ কিমি. দূর হাসপাতালে আসার পথে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই দূরত্ব আসতে সাড়ে ৩ হাজার টাকা আদায় করেন চালক। অ্যাম্বুল্যান্স চালককে সনাক্তকরণের কাজ চলছে, জানিয়েছেন সুপার। 

WB Corona LIVE: রঘুনাথপুর ফের শুরু হল করোনার প্রথম দফার ভ্যাকসিন দেওয়ার কাজ

রঘুনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র সহ পুরুলিয়ার বেশ কয়েকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আজ থেকে ফের শুরু হল করোনার প্রথম দফার ভ্যাকসিন দেওয়ার কাজ।  কিন্তু এ নিয়ে বিশৃঙ্খলা দেখা গেল স্বাস্থ্যকেন্দ্রগুলিতে।  সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে ভ্যাকসিন পাননি বলে অভিযোগ।  বৃদ্ধ বৃদ্ধাদেরও খালি হাতে ফিরে যেতে হয়।  রঘুনাথপুর সহ একাধিক জায়গায় পুলিশকে গিয়ে ভ্যাকসিন গ্রাহকদের ক্ষোভ সামাল দিতে হয়।  

West Bengal Corona LIVE: করোনা আক্রান্ত, পরিজনদের সাহায্যে চালু অ্যাপ

করোনা আক্রান্ত ও তাঁদের পরিজনদের সাহায্য করতে সহায় নামে একটি অ্যাপ চালু করল বারাসাত পুলিশ জেলা। অন্যদিকে, সংক্রমিতদের চিকিৎসায় উত্তর ২৪ পরগনার পাঁচটি সরকারি হাসপাতালে বেডের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর।

WB Corona LIVE: অসতর্কদের শাসন চুঁচুড়ার তৃণমূল বিধায়কের

হুগলির চুঁচুড়ায় স্টেশন বাজারে মাস্ক না পরেই চলছে দোকানদারি। আজ সকালে সেই বাজারে গিয়ে অসতর্কদের শাসন করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।  বেনিয়ম দেখে কোনও দোকানের সাটার নামিয়ে দিলেন। আবার মাস্ক না পরার জন্য কাউকে ধমকও দিলেন তিনি। পাশাপাশি, বাজারে দাঁড়িয়ে মাস্ক ও স্যানিটাইজারও বিলি করেন বিধায়ক।  

West Bengal Corona LIVE: উত্তর ২৪ পরগনায় ৫টি হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে জেলার ৫টি হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।  জেলা প্রশাসন সূত্রে খবর, ৫টি হাসপাতালের ৪০ থেকে ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখা হবে করোনা আক্রান্তদের জন্য।  ওই ৫টি হাসপাতালের মধ্যে রয়েছে ব্যারাকপুরের বি এন বোস মহকুমা হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে, বারাসাত সদর হাসপাতাল।  সূত্রের খবর, জেলায় আরও স্বাস্থ্য কর্মী ও চিকিত্‍সকের সংখ্যা বাড়ানোর জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানিয়েছে জেলা প্রশাসন। 

WB Corona LIVE:  রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম

করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম।  এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।  সেই চিঠিতে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে।  এরপর সেই রিপোর্ট সরকারের কাছে জরুরি ভিত্তিতে পাটাতে বলা হয়েছে।  

West Bengal Corona LIVE: করোনা চিকিত্‍সার প্রটোকল থেকে বাদ পড়ল প্লাজমা থেরাপি

করোনা চিকিত্‍সার প্রটোকল থেকে প্লাজমা থেরাপিকে বাদ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।  এর আগে করোনা চিকিত্‍সায় কোনও কোনও ক্ষেত্রে প্লাজমা থেরাপি করা হত। কিন্তু গত ১৪ মে প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে বৈঠক করে আইসিএমআর।  সেখানেই বেশ কয়েকটি ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে যে কোনও কাজ হয়নি, সেই বিষয়টি আলোচনা করা হয়। তারপরই ট্রিটমেন্ট প্রটোকল থেকে প্লাজমা থেরাপিকে বাদ দিল আইসিএমআর।   

WB Corona LIVE:  দেশে একদিনে রেকর্ড মৃত্যু

ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড হল দেশে। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে রেকর্ড ৪৩২৯ জনের।  এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯।

West Bengal Corona LIVE: দেশে কমল দৈনিক সংক্রমণ

সামান্য হলেও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের বেশি। দেশে দৈনিক মৃত্যু দাঁড়িয়েছে চার হাজার তিনশো পার।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ বক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬।

WB Corona LIVE:  ৩ বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগী ভর্তি বন্ধের নির্দেশ

করোনা চিকিৎসা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ। কলকাতার ২ নার্সিংহোম ও একটি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। নির্দেশ মানবেন, প্রতিক্রিয়া কর্তৃপক্ষের।

West Bengal Corona LIVE: কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া: গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের

কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতন করতে গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের। প্রায় একমাস পর করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে। মৃত্যু ৪ হাজারের উপরেই।

WB Corona LIVE:  কলকাতায় এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়!

কলকাতায় এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়! চিকিৎসকদের দাবি, এই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এলাকার এক মহিলার। করোনামুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি! দিন পাঁচেকে আগে CMRI হাসপাতালে তাঁর মৃত্যু হয়!

West Bengal Corona LIVE: প্রকাশ পেল ডিআরডিও-র '২-ডিজি'

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন অস্ত্র DRDO-র ২ ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা ২-ডিজি। আজ আনুষ্ঠানিকভাবে এই ওষুধ সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী সপ্তাহেই এই ওষুধের ১০ হাজার প্যাকেট বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। DRDO-র দাবি, ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাঁদের অক্সিজেন নির্ভরতা কমেছে। শুধু তাই নয়, এই ওষুধ করোনার বিভিন্ন স্টেনের উপর কাজ করবে বলে, দাবি DRDO-র।

প্রেক্ষাপট

লকডাউনের কড়াকড়ির মধ্যেই একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ১৯ হাজারেরই উপরে। দৈনিক সংক্রমণে শীর্ষে উঃ ২৪ পরগনা। কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ।


কলকাতায় এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়! চিকিৎসকদের দাবি, এই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এলাকার এক মহিলার। করোনামুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি! দিন পাঁচেকে আগে CMRI হাসপাতালে তাঁর মৃত্যু হয়!


করোনা চিকিৎসা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ। কলকাতার ২ নার্সিংহোম ও একটি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। নির্দেশ মানবেন, প্রতিক্রিয়া কর্তৃপক্ষের।


কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সচেতন করতে গাইডলাইন জারি স্বাস্থ্যমন্ত্রকের। প্রায় একমাস পর করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে। মৃত্যু ৪ হাজারের উপরেই।


করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন অস্ত্র DRDO-র ২ ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা ২-ডিজি। আজ আনুষ্ঠানিকভাবে এই ওষুধ সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী সপ্তাহেই এই ওষুধের ১০ হাজার প্যাকেট বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। DRDO-র দাবি, ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাঁদের অক্সিজেন নির্ভরতা কমেছে। শুধু তাই নয়, এই ওষুধ করোনার বিভিন্ন স্টেনের উপর কাজ করবে বলে, দাবি DRDO-র।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.