কলকাতা: রাজ্যে ফের বাড়ল করোনা (Coronavirus)। মঙ্গলবারের থেকে একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেল সংক্রমণ। চিন্তা বাড়িয়ে অনেকটাই বাড়ল কোভিডের (Covid-19) দাপট। মাঝে কিছুদিন আক্রান্তের সংখ্যা কমলেও বাংলায় (West Bengal) করোনার বেলাগাম করোনা চিত্র এবার উদ্বেগ বৃদ্ধি করছে। 


বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Bulletin) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৩। মঙ্গলবার এই সংখ্যাটি ছিল-  ৭৮৮। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০৩। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৩২। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের (Corona affected) সংখ্যা ছিল ৬৭০ জন।


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৭ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৮০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ৫২০ জন। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৭ হাজার ৯৪৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪২ হাজার ১১৩টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে।


আরও পড়ুন, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা, স্কুল সার্ভিস কমিশনকে আরও ৩ মাস সময় দিল আদালত


মঙ্গলবার সংক্রমণ হার ছিল ২.১২ শতাংশ। বুধবার করোনা সংক্রমিতের হার ২.০৩ শতাংশ। দৈনিক আক্রান্তে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্তের সংখ্যা ২২৭। উত্তর ২৪ পরগনাতে একদিনে আক্রান্ত হয়েছে ১৫৩। হুগলি ও হাওড়াতেও সংক্রমণ বেড়েছে অনেকটাই। 


এদিকে, দেশে করোনায় একলাফে ৩৮ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের।   একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৫৭৯।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩।  


এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ৪৭ জন। একদিনে ১১ হাজার ৯৬১ জন সুস্থ হয়েছেন।