রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান): কাটোয়ায় ডাউন আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে বোমাতঙ্ক। ট্রেনের সিটে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। 


কামরাটিকে আপাতত ঘিরে রেখেছে রেল পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির বম্ব স্কোয়াড। বগিটিকে কামরা থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে। আরপিএফ এবং জিআরপি-এর তত্ত্বাবধানে বগিটিকে রাখা হয়েছে একটি নিরাপদ দূরত্বে। 


এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে কাটোয়া এসে পৌঁছয় সকাল ১০.৪০মিনিটে। এরপর ট্রেন থেকে সমস্ত যাত্রীরা নেমে গেলে, এক রেলকর্মীই প্রথম পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান। এরপর তিনি সঙ্গে সঙ্গে খবর দেন জিআরপি-কে। তাঁরা এসে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করলে ভিতরে কিছু রয়েছে বলে মেশিনে ডিটেক্ট হয়। এর ফলে তাদের প্রাথমিক ধারণা যে ওই ব্যাগে বোমা থাকতে পারে। এরপরই ট্রেনটিকে ঘিরে রাখা হয় ও বম্ব-স্কোয়াডকে খবর দেওয়া হয়। আপাতত বগিটিকে ট্রেনের কামরা থেকে আলাদা করে রাখা হয়েছে। 


আরও পড়ুন: Visva-Bharati: বিশ্বভারতীতে আলাপিনী-উচ্ছেদ, রবীন্দ্র-স্মৃতি-বিজড়িত প্রতিষ্ঠানে ফের অশান্তি


ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যেও। তাঁদের বক্তব্য, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। ওই ব্যাগে সত্য়িই বোমা থাকলে এবং সেটা চলন্ত ট্রেনে ফাটলে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতেন সকলে। খবর ছড়াতেই প্রথমে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটিই দুপুর দুটোয় ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। পরে পরিস্থিতি খানিক স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়, খানিক দেরিতে ছাড়ে ট্রেন। 


রেল পুলিশ আপাতত বম্ব স্কোয়াডকে আপাতত খবর দিয়েছে। ওই কামরা আশেপাশে যাতে কেউ না আসেন, সেই দিকেও কড়া নজর রাখছেন রেল পুলিশ আধিকারিকরা। ব বিভিন্ন প্ল্যাটফর্মগুলি পুনরায় চেকিংও হচ্ছে বলে খবর। 


কাটোয়া চত্ত্বরে এমন ঘটনা এই প্রথম। ফলে সকলের মধ্যেই বেশ আতঙ্ক ছড়িয়েছে।