সৌভিক মজুমদার, কলকাতা: আগের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে নিয়োগ। জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ প্রাথমিকে শিক্ষক (Upper Primary Teacher ) নিয়োগ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে আরও ৩ মাস সময় দিল আদালত। ১৫ সপ্তাহ পরে ফের হবে শুনানি।                    


উচ্চ প্রাথমিকে আপাতত বন্ধ নিয়োগ। সব অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল হাইকোর্ট। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠে অভিযোগের পাহাড়। মামলা গড়ায় আদালতে। গত জুলাই মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নিয়োগ বন্ধ রেখে তিন মাসের মধ্যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে।                  


বুধবার সেই মামলার শুনানি হয়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। শুনানিতে এসএসসির তরফে জানানো হয়- সব অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করতে আরও সময় লাগবে।                                                                            



আরও ৩ মাস সময় দিয়ে আদালত জানিয়ে দেয়, আগের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে উচ্চ প্রাথমিকে নিয়োগ। অভিযোগ নিষ্পত্তি করতে পারবেন শিক্ষা দফতরের সহ অধিকর্তা পদমর্যাদার আধিকারিক। 
১৫ সপ্তাহ পর ফের মামলার শুনানি। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগে কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল।                                  


প্রসঙ্গত, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়। ইন্টারভিউয়ের পর তৈরি রাখতে হবে প্যানেল। নির্দেশ হাইকোর্টের। চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিযোগদকারীদের তথ্যভাণ্ডার পেশের নির্দেশ। তিন মাস পরে শুনানির কথাও বলা হয়েছিল।