কলকাতা : অল্প বেড়ে ফের নশোর দোরগোড়ায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ধরেই যা ঘোরাফেরা করছে একই জায়গায়। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত কয়েকদিনের থেকে গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৮৯১ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১২ জনের। বুধবারের রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৮৩১। মৃত্যু হয়েছিল ১৪ জনের।


সংক্রমণের রেশ কিছুটা বাড়লেও স্বস্তির খবর মিলেছে সুস্থতার পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৯ জন। যার জেরে আরও ২১০ জন কমে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৩৭ জন। আপাতত রাজ্যের ডিসচার্জ রেট পৌঁছে গিয়েছে ৯৭.৯১ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৫৩টি। যার মধ্যে করোনা পজিটিভ ৮৯১ জন। যার জেরে পজিটিভিটি রেট কিছুটা বেড়ে হয়েছে ১.৬১ শতাংশ। গতকাল যা নেমে গিয়েছিল দেড় শতাংশে। এই মুহূর্তে রাজ্যের ফ্যাটালিটি রেট ১.১৯ শতাংশ। গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে রাজ্যে চলতে থাকা বিধিনিষেধের মেয়াদ।


এদিকে রাজ্যে এখনও সংক্রমণ সবথেকে বেশি উত্তর ২৪ পরগণাতে। দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯২ জন। বাঁকুড়ায় সংখ্যাটা ৮৯ জন। দার্জিলিং ও কলকাতাতেও অল্প বেড়েছে সংক্রমণ। দার্জিলিংয়ে ৮৭ জন ও কলকাতায় ৭৬ জন গত একদিনে করোনা সংক্রমিত হয়েছেন।


কলকাতা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও জলপাইগুড়ি রাজ্যের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগণায় কোভিডের জেরে ১ জন করে প্রয়াত হয়েছেন কোভিডের জেরে।