কলকাতা : রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। বেশ কিছুদিন ধরে কোভিড গ্রাফ নিম্মমুখী থাকলেও এদিন ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। করোনা মুক্ত হয়েছেন ৮১১ জন। মঙ্গলবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মঙ্গলবার যা ছিল ৬৬২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ২৯৪ জন। রাজ্যে করোনা কবলে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১০৯ জনের।
এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৩৭০ জন। এদিন ১০ জন কমেছে যে সংখ্যা। রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩। রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ৯৯ হাজার ১২০। ১২৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৫, ১২২ জনের।
দৈনিক সংক্রমণ ফের কিছুটা বেড়েছে উত্তর ২৪ পরগণায়। গত একদিনে সেখানে ১১৪ জন সংক্রমিত হয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬২ জন।
এদিকে, করোনা পরিস্থিতিতে রাতের বিধিনিষেধে আরও কড়াকড়ির নির্দেশ নবান্নের। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন ২ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ লক্ষেরও বেশি মানুষকে এমনটাই জানান হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় গাড়ি বা বাইক বের করা যাবে না। রাস্তায় মাস্ক না পরে বেরোলে, বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবারই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।