কলকাতা: টানা ছ’দিন কমার পর মঙ্গলবার রাজ্যে বেড়েছিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা। বুধবার এই সংখ্যাটা আরও কিছুটা বাড়ল। তবে সামান্য কমল দৈনিক মৃতের সংখ্যা। আর বুধবারই রাজ্যে মোট মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পার করল।
স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৯ জন। মঙ্গলবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮২।
অর্থাৎ বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের থেকে ৭ জন বেশি।
এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৩।তবে বুধবার রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা সামান্য কমেছে।
বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের।
মঙ্গলবার ও সোমবার এই সংখ্যাটা ছিল ৬২।
বুধবার রাজ্যে মোট মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পেরোল (৪,৫৪৪)
কিছুটা উদ্বেগ রেখে দৈনিক সুস্থর সংখ্যাও কিছুটা কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৮ জন।
মঙ্গলবার ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৪৭ জন। বুধবার অবধি রাজ্যে মোট সুস্থর সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ২৮ জন। সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৭.৩৭%।মঙ্গলবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.২৮%।
রাজ্যে কিছুটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, আশা জাগিয়ে বৃদ্ধি সুস্থতার হারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 12:49 AM (IST)
টানা ছ’দিন কমার পর মঙ্গলবার রাজ্যে বেড়েছিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা। বুধবার এই সংখ্যাটা আরও কিছুটা বাড়ল। তবে সামান্য কমল দৈনিক মৃতের সংখ্যা। আর বুধবারই রাজ্যে মোট মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পার করল।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -