কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৭৮৪ । গত ২৪ ঘণ্টায় রাজ্যো মোট করোনায় মৃত্যু ৫৮। কলকাতায় দৈনিক সংক্রমণ ২৫৬৮, উত্তর ২৪ পরগণায় ২১৪৯ । 



বাংলায় হু হু  করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ । বলা যায় ১১ হাজার ছুঁই ছুঁই রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল  ৬৮৮৯৫৬। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০৭১০। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৮ জনের । করোনা আক্রান্তের নিরিখে, এ রাজ্যে সব থেকে এগিয়ে কলকাতা জেলা। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০০১০।   কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি । কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা । এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮২৮৪। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৪৯ জন। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মত । কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। 


ভারতে ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউ। দেশে তিনলক্ষ ছুঁইছুঁই দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। এই প্রথম দৈনিক মৃত্যু ২ হাজারের গণ্ডি পেরোল। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যার রেকর্ড বৃদ্ধি। অ্যাকটিভ কেসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ লক্ষ ৫৭ হাজার ৫৩৮।


এনিয়ে পরপর চারদিন আড়াই লক্ষের গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সংক্রমিত ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। করোনা-কালে যা সর্বাধিক। মঙ্গলবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। সে জায়গায় সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। 


অর্থাত্‍, গত দু’দিনের তুলনায় আজ দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে।  


পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল ১ হাজার ৭৬১। সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৬১৯। 


এক্ষেত্রে গত দু’দিনের তুলনায় আজ দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।  


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৪৫৭ জন। 


ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লক্ষ ৭৬ হাজার ৩৯ জন।