কলকাতা: স্বস্তি দিয়ে রাজ্যে অনেকটাই কমেছে কোভিড সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,১৯৩ জন। রাজ্যে এই সময়পর্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সবমিলিয়ে ২৮ মে পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৩১২৪৯। মোট মৃত্যু ১৫,১২০ জনের।
পাশাপাশি বুলেটিন বলছে, একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,৩৯৬ জন। যেই সংখ্যাটা সংক্রমিতের তুলনায় অনেকটাই বেশি। এ নিয়ে রাজ্যে মোট করোনামুক্তর সংখ্যা দাঁড়ালো ১২,১৮,৫১৬ জন।
কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৮৫৭ জন, মৃত ৩০। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২৫২৫ জন, মৃত ৪৩ জন। জেলাতেও সংক্রমণ নিম্নমুখী। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৫২৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫৭। মারা গিয়েছেন ৩০ জন।
কয়েক দিন ধরেই রাজ্যে সংক্রমণ কমছিল। তবে মৃতের সংখ্যায় রাশ টানা যাচ্ছিল না। তবে আপাতত কয়েকদিন এই সংখ্যাটাও কমেছে পরপর। গত বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ১ দিনে করোনায় প্রাণ হারিয়েছিন আরও ১৪৮ জন। পাশাপাশি একদিনে সংক্রমিত হয়েছিলেন ১৩,০৪৬ জন। তবে মৃত্যু কমলেও সংখ্যাটা মোটেই স্বস্তিদায়ক ছিল না। যা আজ কিছুটা হলেও কম। যদিও বুলেটিন বলছে। রাজ্যে করোনা বিধি-নিষেধ জারি থাকায়, করোনার নমুনা পরীক্ষাও খানিকটা কমেছে শেষ কদিন।
রাজ্যে করোনার সংক্রমণ কমায় স্বস্তি প্রকাশ করেও, ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে নবান্ন। আর সেই বাধা-নিষেধই ফের বাড়ায় রাজ্য। ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ কোথায় কোথায়? গতকালই জানানো হয়েছে এ দিন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার দফতর ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। জরুরি সামগ্রীর উৎপাদন ছাড়া বন্ধ থাকবে কল কারখানা। বন্ধ থাকবে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা।
করা যাবে না কোনওরকম জমায়েত। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রণ করা যাবে না। সৎকারে থাকতে পারবেন না ২০ জনের বেশি। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।