কলকাতা: সংক্রমণের রেশ কিছুটা কমার দিকে এগোলেও কমছে না মৃত্যু। পাশাপাশি করোনামুক্তদের সংখ্যা বাড়লেও চিন্তা বজায় রাখছে পজিটিভিটি রেট। গত কয়েকদিনের মতোই উত্তর ২৪ পরগণা ও কলকাতার সংক্রমণের ছবি এখনও উদ্বেগজনক। একঝলকে রাজ্যের করোনাচিত্রটা এই মুহূর্তে এমনটাই।


বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। তবে এই সময়পর্বেও মৃত্যুর সংখ্যা ফের দেড়শোর বেশি। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন রাজ্যবাসী।


রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। যার ফলে ২ হাজার ৯৯৯ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংমখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৩৭৭ জন।


সংক্রমিতের থেকে সুস্থের সংখ্যা বেশি হলেও রাজ্যে করোনার পজিটিভি রেট বেড়েই চলেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৯৭৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ২২৫টি স্যাম্পেলই পজিটিভ হওয়ায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১০.৮৭ শতাংশ।


গত কয়েকদিনের মতোই রাজ্যের দুই জেলা উত্তর ২৪ পরগণা ও কলকাতার করোনাচিত্র এখনও বেশ উদ্বেগজনক। সংক্রমণ ও মৃত্যু দুইয়েই শীর্ষে উত্তর ২৪ পরগণা। পাশাপাশি চিন্তা থাকছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ার করোনা পরিস্থিতি নিয়েও।


গত একদিনে উত্তর ২৪ পরগণা জেলাতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন।


কলকাতা গত একদিনে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ২ হাজার ৩৭৮ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। গত একদিনে হাওড়ায় সংক্রমিত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১ হাজার ১৫১ ও ১১। দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ১ হাজার ১৫৪ ও ১৫।


হুগলি ও নদিয়াতে গত একদিনে সংক্রমিত যথাক্রমে ১ হাজার ৩৬ জন ও  ১ হাজার ১০১ জন। দুই জেলাতে মৃত যথাক্রমে ৪ জন ও ৭ জন।