কলকাতা : করোনার চোখ-রাঙানি থামার কোনও লক্ষ্মণ নেই। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল সাড়ে ১৭ হাজারের গণ্ডি। যা রেকর্ড। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এই সময় ব্যবধানের মধ্যে ১০৭ জন রাজ্যবাসীকে কোভিডের কাছে হারালাম আমরা।
করোনার কালো মেঘে ঢাকা রাজ্যের আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।
রাজ্যের করোনা পরিস্থিতিতে সবথেকে চিন্তার ভাঁজ উত্তর ২৪ পরগণা ও কলকাতা নিয়ে। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৩ ও ৩১ জনের। দুই জেলাতে এই সময়পর্বে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৪৪ ও ৩ হাজার ৯০৩। এদিন রাজ্যে নতুন করে ১৭ হাজার ৬৩৯ জন আক্রান্ত হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ল ৯৮৫। যার ফলে বঙ্গে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৯৪৬ জনে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৭হাজার ৫০১ জন । ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৯৮ জন। একদিনে সুস্থ হয়েছিলেন ১৫৯৩৭ জন। রাজ্যে সুস্থতার হার ৮৫ দশমিক ০৬ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯৯০ জন, মৃত্যু হয়েছিল ২১ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছিল ৩৯৬৫ জন, মৃত ২৩।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৫১৫। মৃত্যু হয়েছিল ৯২ জনের। রাজ্যে করোনা মুক্ত হয়েছিলেন ১৫ হাজার ৫৮৭ জন। কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৯৪২ জন, মৃত্যু ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৪২, মৃত্যু ২৯ জনের।