কলকাতা: রাজ্যে কার্যত লকডাউন জারি রয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত চলবে এই বিধি-নিষেধ। তবে তারমধ্যেই ভাল খবর। রাজ্যে দৃষ্টান্তমূলকভাবে কমছে করোনা সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৫২ জন। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪, ৮৩, ৫৮৬ জন। ২২ জুনের হিসেবে রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২,৫০৮ জন।
পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৪৩৭। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০৩৭ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪,৪৫,৪৯৩ জন। তবে স্বস্তির খবর এটাই যে, জেলাজুড়েই করোনা সংক্রমণের গ্রাফ অবশেষে নিম্নগামী।
জেলায় সংক্রমণের নিরিখে শুরু থেকেই শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন। মৃত্য়ু হয়েছে ১৫ জনের। এরপরেই রয়েছে কলকাতা সেখানে আক্রান্ত ১৭২ জন, মৃত্যু ১১ জনের। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং, সেখানে আক্রান্ত ১৭১ জন এবং মৃত্যু ১ জনের। তবে এরমধ্যে সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। মাত্র ৮ জন করোনা সংক্রমিত হয়েছেন সেখানে। কোচবিহার, কালিম্পং,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ বেশ কিছু জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ প্রাণ হারাননি।
অন্যদিকে তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমেছে। সেই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১।গত ৭৯ দিনে এই প্রথম অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষের নীচে নামল।