কলকাতা: রাজ্যে অব্যাহত করোনা দাপট। সোমবার সংক্রমণ কমে ১৯ হাজারের কোঠায় নামলেও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার। রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫। কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন ৪১ থেকে বেড়ে ৬৬। 


এদিকে দেশে দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু করোনার প্রকোপ থেকে এখনই নিস্তার নেই। বরং আগামী দিনে সংক্রমণ বৃদ্ধি শিখরে গিয়ে ঠেকতে পারে। অতিসংক্রামক ওমিক্রন (COVID Variant Omicron) আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে, তাতে এমনই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড বিধি (COVID Restrictions) পালন এবং সার্বিক টিকাকরণই  (COVID-19 Vaccination)এর থেকে বাঁচার একমাত্র উপায় বলে মত তাঁদের।


আরও পড়ুন, 'করোনা পরীক্ষা করাতে এসে যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব’, জানালেন ফিরহাদ


মঙ্গলবারই দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজারে গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৭ জন করোনা রোগীর। চটজলদি এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে করছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)-এর চেয়ারম্যান এনকে আরোরা। তিনি বলেন, ‘‘ভাইরাস কত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মানুষ কতটা নিয়ম মেনে চলছেন, তার উপরই সংক্রমণ বৃদ্ধির শিখরে পৌঁছনো নির্ভর করছে। যত বেশি নিয়ম লঙ্ঘন, তত দ্রুত সংক্রমণ বৃদ্ধি। সরকারকেও সার্বিক টিকাকরণে জোর দিতে হবে। রাত্রিকালীন কার্ফু এবং সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করে লাগাম টানা প্রয়োজন।’’


করোনা আক্রান্ত হওয়ার পর কতদিন নিভৃতবাস, কাকে কাকেই বা করোনা পরীক্ষা করাতেই হবে। এই সংক্রান্ত একটি সংশোধিত গাইড লাইনপ্রকাশ করল আইসিএমআর। Indian Council of Medical Research র প্রকাশিত একটি গাইডলাইনে অনেকগুলি নতুন নিয়ম রাখা হয়েছে। বদল আনা হয়েছে পুরনো নির্দেশে।