কলকাতা : বিধি নিষেধ আলগা করলেও রাজ্যজুড়ে বেড়েছে কড়াকড়ির মেয়াদ। রাজ্য সরকারের আগের নির্দেশ অনুযায়ী, ১৫ জুন পর্যন্ত লাগু ছিল কড়াকড়ি, কিন্তু সেটা আরও পনেরো দিন বেড়েছে। বিধি নিষেধের শক্ত আগলের মধ্যে রাজ্যকে রাখার সুবাদে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রবল ধাক্কা যে অনেকটাই সামলে ওঠা গিয়েছে, সেটা কিন্তু এবার স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক সংক্রমণ এই মুহূর্তে নেমে এসেছে ৩ হাজারের কাছাকাছি। কমছে মৃত্যুও। 


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আর রাজ্যের করোনাচিত্রর ভিত্তিতে দেখলে কড়াকড়ির জেরে মাসখানেকের ব্যবধানে একধাপে ছয় ভাগ কমেছে দৈনিক সংক্রমণ। ঠিক একমাস আগে, গত ১৫ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ১৯ হাজার ৫১১। মৃতের সংখ্যা ১৪৪।


তাই সংক্রমণের ভিত্তিতে দেখলে প্রায় ছয় ভাগ ও মৃত্যু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে একমাসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৮ জন। যার জেরে আরও ১ হাজার ১২৫ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টা সময় ব্যবধানে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ৬৪৫টি। যার মধ্যে ৩ হাজার ২৬৮ জন পজিটিভ হওয়ায় পজিটিভিটি রেটও ৫.৮৭ শতাংশ। মাঝের সময়ে রাজ্যে গতি পেয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও।


একসময় রাজ্যের যে দুটি জেলার সংক্রমণ চিত্র রীতিমতো আতঙ্ক তৈরি করেছিল, আপাতত সংক্রমণের ভিত্তিতে তার থেকে অনেকটাই ভালো অবস্থায় কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলা। যদিও মৃত্যুর সংখ্যা এখনও অল্প চিন্তার রেশ যেন রেখেই দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে উত্তর ২৪ পরগণা ও কলকাতা দৈনিক করোনা সংক্রমণ যথাক্রমে ৪৬৫ ও ৩৭০। তবে দুই জেলায় এই সময়পর্বে যথাক্রমে ২৩ ও ২১ জনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসের জেরে।