কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল সংক্রমণ। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৬ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৭,৪১৪ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা এবং নদিয়া। সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। নদিয়ায় একদিনে আক্রান্ত ৪৬, ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কলকাতায় একদিনে আক্রান্ত ৯৩ জন। করোনা সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। এর মধ্যে শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ৬৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ৯৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লক্ষ ২ হাজার ৫৩৮।
উল্লেখ্য, করোনা আবহেই জলপাইগুড়িতে ছড়িয়েছে অন্য আতঙ্ক। জ্বর, পেটের অসুখ, বমির মতো উপসর্গ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ক্রমশ বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি ২ জন শিশু। রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায়, জলপাইগুড়ি সদর হাসপাতালে আরও বাড়ানো হচ্ছে বেড। যদিও জ্বরে আক্রান্ত কোনও শিশুর শরীরেই করোনা ভাইরাসের প্রমান মেলেনি। তবে ডেঙ্গু, চিকনগুনিয়া ছড়িয়েছে কিনা জানতে শিশুদের রক্তের নমুনা ও সোয়াব কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পাঠানো হবে বলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু হাজরা জানিয়েছেন।