কলকাতা : ওমিক্রন আতঙ্কের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১১ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৭১৫ জন। 


এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ১২ জন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে ১৬৩জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। অন্যদিকে, উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৪জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যের মধ্যে কোনও জেলায় সর্বাধিক। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৯৫ জন। অন্যদিকে নদিয়ায় একদিনে ২জনের মৃত্যু হয়েছে। ১৯জন সংক্রমিত।


বিশ্বজুড়ে আতঙ্ক বাড়ছে করোনা ভাইরাসের ওমিক্রন স্ট্রেনকে নিয়ে। প্রায় ৫০ বারের বেশি চরিত্র বদলানো মারণ ভাইরাসের নতুন প্রজাতি এদেশেও তাণ্ডব চালাবে কিনা, তা নিয়ে বাড়ছে শঙ্কা। এমন একটা আবহে এরাজ্যে সামনে এসেছে একটি উদ্বেগের তথ্য। প্রশাসন সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও, পূর্ব বর্ধমান জেলায় এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি দেড় লক্ষের বেশি মানুষ।   


জেলা প্রশাসন সূত্রে দাবি, কোথাও দ্বিতীয় ডোজের কোনও ঘাটতি নেই। কিন্তু সংক্রমণের হার এখন কম থাকায় সাধারণ মানুষের মধ্যেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে।


পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, "করোনার দ্বিতীয় ডোজের কোথাও কোনও অভাব নেই। কিন্তু দ্বিতীয় ডোজ নিতে অনীহা প্রকাশ পাচ্ছে। অনেকে আছেন পরিযায়ী শ্রমিক, প্রথম ডোজ নিয়ে অন্যত্র চলে গেছেন। অনেকে ভাবছেন করোনা কমে গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন নেই।অনেকে ভাবছেন দ্বিতীয় ডোজ নিলে জ্বর আসতে পারে, তাই তাঁরাও অনীহা প্রকাশ করছেন। এই অনীহায় নিজের বিপদই বাড়িয়ে তুলছেন।"