কলকাতা: রবিবারের থেকে খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। । সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫৭ জনএখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন।
রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিল ৬৭৫ জন। সেই তুলনায় এদিনের পরিসংখ্যান কিছুটা স্বস্তির। এক দিনে কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সরকারি হিসেবে ৯ অগাস্ট রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৩১২।
রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে করোনা আবহ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০৫,৮০৮ জন। সরকারি হিসেবে সোমবার রাজ্যে সুস্থতার হার ৯৮. ১৪ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৭৫ জন। এরপর রয়েছে শৈলশহর দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৩ জন, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে ৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১৫৩টি। পজিটিভিটি রেট ১.৮৫%। পশ্চিমবঙ্গে ৯ অগাস্ট পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে ৯৭ হাজার ৭৫৫ জনকে। এদের মধ্যে কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ৮৭ হাজার ৭৮০ জন, সেকেন্ড ডোজ পেয়েছেন ৯ হাজার ৯৭৫ জন।
বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর পরই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আর তা আটকাতে ভ্যাকসিনেই জোর দেওয়ার পরামর্শ তাঁদের। এদিকে, রাজ্যজুড়ে ভ্যাকসিন সঙ্কট ছিল। যদিও সপ্তাহের শুরুতেই ফের রাজ্যে এল কোভিশিল্ড ভ্যাকসিন। সোমবার বিকেল ৪টে ২৫ নাগাদ পুনে থেকে ইন্ডিগো বিমানে করে ভ্যাকসিন এসে পৌঁছয় কলকাতা বিমান বন্দরে। সেখান থেকেই রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বাগবাজার স্টোরে নিয়ে যায় ভ্যাকসিনগুলি।
আপাতত কলকাতায় কোভিশিল্ড ভ্যাকসিনের সঙ্কট কাটল। রবিবারও শহরে এসেছে সাড়ে তিন লক্ষ ডোজের বেশি কোভিশিল্ড। এদিকে, দেশে সোমবার বেশ কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩৯ হাজারের বেশি। কমেছে দৈনিক মৃত্যুও।