কলকাতা: গতকালের তুলনায় খানিকটা কমল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫৮০ জনের। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬৬০ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬,২৫,৯৫৫ জন। 


এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ১২। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৬৫২ জন। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭৫১৩ জন। গতকালের তুলনায়  ৭ জন বেশি। 


অন্যদিকে আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৯৮,৭৯০ জন। 


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ৯৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৩৯১ জনের।  গতকাল ওই সংখ্যা ছিল ৩৪৩।  



দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ২৬ হাজার ৪৯।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭,৮৮৬। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ৪১৫। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি, ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫। দেশজুড়ো টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫০ শতাংশ করোনার দুটি টিকার ডোজই পেয়েছেন।