কলকাতা: স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,১৫২ জন। এই একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে এথনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩,৫৮,৫৩৭ জন। 


গত বেশ কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরীখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে সংক্রমিত ১৬৬৪, ২৮ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত ৭৮৬, ২৩ জনের মৃত্যু। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে সাড়ে ৭২ হাজারের বেশি। রাজ্যে সংক্রমণের হার ১১ শতাংশের কম।


টানা জারি কড়া বিধিনিষেধের কারণে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। শুক্রবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৭ হাজার ৯১৩ জন। বেশ কিছুদিন পরে দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৮ হাজারের নীচে। আজও সেই ধারা বজায় রইল। পাশাপাশি কমেছে কোভিডের জেরে মৃত্যুও। শুক্রবারের বুলেটিন বলছে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৩ জনের।


এদিকে, রাজ্যে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। আগামী সোমবার থেকে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি রাজ্যবাসী পাবেন স্পুটনিক ভি-এর টিকাও। করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার ক্ষেত্রে দ্রুত টিকাকরণ ছাড়া কোনও বিকল্প রাস্তা নেই বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা।


মাঝের ভ্যাকসিন ভোগান্তি কাটিয়ে এবার আস্তে আস্তে দ্রুত টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই নজর দেওয়া হচ্ছে। তবে আজ স্পুটনিক ভি রাজ্যে ঢোকার কথা থাকলেও অনিবার্য কারণে তা পাঠাতে পারেনি ডঃ রেড্ডিজ ল্যাব। কাজেই সোম বা মঙ্গলবার আসতে পারে রাশিয়ার করোনা টিকা। ফলে কাল কলকাতায় হচ্ছে না স্পুটনিক ভি টিকাকরণ। সোমবারও অ্যাপোলো হাসপাতালে হবে না স্পুটনিক ভি টিকাকরণ। জানানো হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে।