কলকাতা: রবিবারে বেশ কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। শনিবারে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই তুলনায় বেশ কিছুটা কমেছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৭০১ জন। রবিবার এই সংখ্যা ছিল ৭৬১ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৭০৮ জন।
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭১ হাজার ২৪০। একদিনে রাজ্যে করোনা মুক্ত হয়েছে ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। শুক্রবার মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৮২৫ জন। রাজ্যে এখন করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৫৮৭।
রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে আজও শীর্ষে কলকাতা, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৪৫ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১৬ জন। একদিন করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন।
এদিকে, দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১৩ হাজার ৯০৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭। যা গত ১৯৯ দিনে সর্বনিম্ন।
দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৯৬ হাজার ৪৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৪৫ লক্ষ ৭৪ হাজার ৩৪৪।