কলকাতা: রাজ্যে করোনায় সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ১ দিনে আক্রান্ত হয়েছেন ৭০১ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৮২৭ জন। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে আক্রান্ত ৯৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে  কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া। দুই জেলাতেই একদিনে মৃতের সংখ্যা ৩। 


রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৪। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৬১ শতাংশ। একদিনে মোট নুমনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৬১৭। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৮ হাজার ৭২০ । এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৯৯ হাজার ৫৯৭ জন । রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৪৯ জনের। 


এদিকে রাজ্যের দাবি মতো চলতি মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। মোট ১৩ দফায় এই ভ্যাকসিন আসবে বলে সূত্রের খবর। টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ।


ত্রের খবর, চলতি মাসে মহারাষ্ট্র পাচ্ছে ৮১ লক্ষ ২৭ হাজার ৭৯০ ভ্যাকসিন। বিহার পাচ্ছে ৬৪ লক্ষ ৭৪ লক্ষ ৪৬০ ডোজ ভ্যাকসিন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। কেন্দ্র  জানিয়েছে, সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হবে চলতি মাসে। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া কেন্দ্রকে জানিয়েছে, ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠানো হবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি আরও ৫১ লক্ষ ৬৩ হাজার ৪০০ ভ্যাকসিন আসছে রাজ্য। তবে তা রাজ্যের জন্য বলে জানা গিয়েছে।