কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্যে স্থিতিশীল করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭১৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংখ্যা বেড়ে হল ১৫,৩২,৩৭৯ জন। পাশাপাশি বুলেটিন অনুযায়ী ৬ জুলাই এ অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০,৬৪২ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এই নিয়ে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,২০২ জন। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। গত ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৭৮৭ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৫, ০৩,৫৩৫ জন। জেলার নিরিখে এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। 


উল্লেখ্য, শহরে ভ্যাকসিনের আকাল অব্যাহত। শুক্রবার তা আরও একবার প্রকট হল। শহরে কোভিশিল্ডের সঙ্কটের ছবি ধরা পড়ল হাজরায় কলকাতা পুরসভার আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে। এই কেন্দ্রে পুর কর্মীরা রয়েছেন। পুলিশ রয়েছে। তবে বন্ধ ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিতে আসা গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে। এই কেন্দ্রে শুধু কোভিশিল্ডের ডোজই দেওয়া হয়। যেহেতু কোভিশিল্ডের আকাল, তাই আজ বন্ধ রাখা হয়েছে ভ্যাকসিনেশন। গতকালই নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয় সেকথা। আজ ভ্যাকসিন নিতে এসে ফিরে যান গ্রাহকরা।


এদিকে ভারতে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল। তবে কমল একদিনে মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৪৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ লক্ষ ৬৫ হাজার ৭৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭ লক্ষ ৮৭ হাজার ৯০৮।