কলকাতা: আজও ৭০০-র ঘরেই রয়েছে করোনার দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭২৪ জন। এ নিয়ে রাজ্যে রোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৫৪, ৬৫২ জন।


৯ সেপ্টেম্বরের হিসেবে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮, ২৪৬ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৫৩৯ জন। পাশাপাশি সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৫৮ জন। সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে হল ১৫,২৭,৮৬৭ জন। 


অন্যদিকে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। 


উল্লেখ্য, করোনা থেকে বাঁচতে একমাত্র পথ টিকাকরণ। মৃত্যু এড়াতে প্রথম ডোজে ভাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজের কার্যকারিতা প্রায় ১০০ শতাংশ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল। পাশাপাশি করোনা সতর্কতা মেনে স্কুল খোলার পক্ষেও সওয়াল করেন তিনি। তবে স্কুল খুলতে গেলে শিক্ষক ও অভিভাবকদের টিকাকরণ বাধ্যতামূলক, পরামর্শ কোভিড টাস্ক ফোর্সের প্রধানের। 


আরও পড়ুন: Madan Mitra : 'ইয়েস আই অ্যাম এ কালারফুল বয়' গান রেকর্ডিং-এ রঙিন মেজাজে মদন মিত্র