কলকাতা: আজ রাজ্যে (West Bengal) খানিকটা কমল করোনা সংক্রমিতের (Corona Effected) সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) অনুযায়ী শনিবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৭২৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona Effected) হয়েছিলেন ৮৭৭ জন। আজকে সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্য়া বেড়ে হল ১৬,০৯,১১৯ জন।
গতকাল মৃত্যু হয়েছিল ৯ জনের তবে এই সময় পর্বে করোনা সংক্রমিত (Corona Effected) হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। অর্থাৎ গতকালের তুলনায় আজ করোনা সংক্রমিতের (Corona Effected) সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত সবমিলিয়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৩৭৬ জন। আজ রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮,০৪৫ জন। গতকালের থেকে ৬২ জন কম। শনিবার রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। আজ রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৭৫ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৫,৮১,৬৯৭।
দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ১০৬।
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৩৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ৯২৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৩৯ হাজার ৯১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৬৬ লক্ষ ১৪ হাজার ৩৫।