কলকাতা: আজ আবারও সাতের কোটায় নামল করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৮৪২ জন। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩০ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,২২,৮৩৩ জন। ২৪ জুলাই-এর হিসেবে আজ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১,৮৯১ জন। 


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন মোট ১৮,০৬৪ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৯২০ জন। মোট হিসেব বলছে করোনা থেকে সেরে উঠে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন  ১৪, ৯২,৮৭৮ জন। 


উল্লেখ্য, তৃতীয় ঢেউ রুখতে ভ্যাকসিনেশনই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্যে ভ্যাকসিনের আকালে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে হয়রানির ছবি। বৃষ্টির মধ্যেই রাত থেকে চেতলায় ভ্যাকসিন গ্রহীতাদের লম্বা লাইন। ছাতা মাথায় রাস্তাতেই বসে পড়েছেন অনেকে। তবে ভ্যাকসিন মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল থেকেই এসএসকেএমে কোভ্যাক্সিনের আকাল। আজও লম্বা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। 


শিলিগুড়িতেও ভ্যাকসিনের আকাল। গতকাল রাত ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন মেলেনি বলে অভিযোগ। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, গত কয়েকদিন ধরেই চলছে হয়রানি। একাধিকবার ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ। স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


অন্যদিকে, দেশে করোনায় ফের বেড়েছে দৈনিক মৃত্যু। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা আবারও পৌঁছল ৩৯ হাজারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন।