কলকাতা: রাজ্যে ভ্যাকসিন হয়রানি অব্যাহত। তার মাঝেই দৈনিক করোনা সংক্রমণও স্বস্তি দিতে পারছে না রাজ্যবাসীকে। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৯ জন। গতকাল সংখ্যাটি ছিল ৭১৭। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৩,১২৮ জন। সরকারি বুলেটিন অনুযায়ী ৭ অগাস্ট রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০,৫৮৫। গতকালের তুলনায় যা ৫৭ জন কম।

  


উল্লেখ্য, এই সময় পর্বে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা হল ১৮, ২১৭ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ৯ জনের। সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৯১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫,০৪,৩২৬ জন। বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৮. ১২ শতাংশ। 


অন্যদিকে ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামলেও ফের ৬০০ ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা। দৈনিক মৃত্যু বাড়ল ৩০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনের মৃত্যু হয়েছে।  


একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ লক্ষ ৭৬ হাজার ৫৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার ৭০৯।


প্রসঙ্গত, দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে, ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিন। করোনার থেকে বাঁচতে জ্যানসেনের একটি ডোজই যথেষ্ট বলে দাবি করেছে মার্কিন সংস্থা। যদিও জ্যানসেনের কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসকরা।