কলকাতা: রাজ্যে অনেকটাই কমল করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৭৮২। গতকালের বুলেটিন অনুযায়ী, এই সংখ্যা ছিল ৮৭৫। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ৫। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৯২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮,০৪৭। গত একদিনে এই সংখ্যা কমেছে ১৫। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার ৯৭৫। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯,৩১৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৭৭ হাজার ৬০৯।
বর্তমানে হোম আইসোলেশনে ৬,৭৭৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তর সংখ্যা ১,০৭৫। সেফ হোমে থাকা আক্রান্তের সংখ্যা ১৯৪।
গত একদিনে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৯৮,৬৩২ জনকে। এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার ৮৪৬।
এরইমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতে গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তর সংখ্যা ২১৬। গতকাল এই সংখ্যা ছিল ২৩৮। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৩। গতকাল এই সংখ্যা ছিল ১৪০। দুই জেলাতেই মৃতের সংখ্যা ১ জন করে।
এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৭৭। দার্জিলিংয়ে গত একদিনে করোনা আক্রান্ত ৩২। দক্ষিণ দিনাজপুরে এই সংখ্যা ২৯। নদিয়ার গত একদিনে করোনা আক্রান্ত ৩৪। বীরভূমে এই সংখ্যা ১৭, বাঁকুড়ায় ২৭। পশ্চিম বর্ধমানে গত একদিনে সংক্রমিতের সংখ্যা ১৮, পূর্ব বর্ধমানে ১৫। হাওড়ায় গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৬৫। হুগলিতে এই সংখ্যা ৬৭।