আজ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৪২৬। মৃত্যু হয়েছে ৩৮ জনের। 


১৮ এপ্রিলের হিসেব অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৯৯২৭।  সোমবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন।  এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৮৩৫৩ । এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা কেস মোট ৫৩৪১৮।


রাজ্যে করোনা সংক্রমণের দিক থেকে সব থেকে এগিয়ে কলকাতা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২১১। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা । এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০১ জন ।



২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনও পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ১০৬০৬ জন। কলকাতায় করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের । উত্তর ২৪ পরগনার করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের ।


 


বেলাগাম করোনা। দ্রুত হারে ছড়াচ্ছে দ্বিতীয় দফার সংক্রমণ। তাতে রাশ টানতে আজ, সোমবার থেকে ছয়দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। যদিও সেই পথে হাঁটছে না পশ্চিমবঙ্গ। আজ সাংবাদিক বৈঠকে সেরকমই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, লকডাউন করলেই কি সব কমে যাবে ? এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে ? তিনি বলেন, "এখনই লকডাউন করছি না। হঠাৎ করে লকডাউন করে দিলে লোকের কষ্ট হবে না ? আর লকডাউন করলেই কি সব কমে যাবে ? ট্রেন, বাস, বিমান চলছে। লক্ষাধিক লোক তো প্যাল প্যাল করে এসেছে। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে ?" 


 


এরই মধ্যে বড় ঘোষণা করেছে কেন্দ্র।  ১৮ বছর বয়স হলেই এবার মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে মিলবে ভ্যাকসিন । এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন।  ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে  ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার।