কলকাতা: ভোটপর্বে ৪ পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের এসপি, আসানসোল-দুর্গাপুরের সিপি, এসপি বীরভূম, এসডিপিও বিলৌর, বীরভূমকে বদলি করা হয়েছে।  ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে পূর্ব বর্ধমানের এসপি হচ্ছেন অজিত কুমার সিংহ। আসানসোল-দুর্গাপুরের সিপি ছিলেন সুকেশ জৈন। তার পরিবর্তে নতুন সিপি হচ্ছেন মিতেশ জৈন। মিরাজ খালিদকে সরিয়ে বীরভূমের নতুন এসপি হচ্ছেন নগেন্দ্র নাথ ত্রিপাঠি। বিলৌর, বীরভূমের এসডিপিও ছিলেন অভিষেক রায়। নতুন এসডিপিও নাগারাজ দেবরকোন্দা। কমিশন জানিয়েছে যাঁদের বদলি করা হল তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না।


এর আগে গত ৭ এপ্রিল ভোটের মধ্যে ফের তিন জেলার জেলা নির্বাচনী আধিকারিক অপসারিত করে নির্বাচন কমিশন। নিখিল নির্মলকে সরিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলার নতুন জেলা নির্বাচনী আধিকারিক করা হয় সি মুরুগানকে। অপসারিত করা হয় পূর্ব বর্ধমানের নির্বাচনী আধিকারিক এনাউর রহমানকে। পরিবর্তে নতুন জেলা নির্বাচনী আধিকারিক হন শিল্পা গৌরিসারিয়া। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক হন অনুরাগ শ্রীবাস্তব। সরিয়ে দেওয়া হয় পূর্ণেন্দু কুমার মাঝিকে।


তার আগেই একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরায় নির্বাচন কমিশন। এই তালিকায় ভবানীপুর, কলকাতা বন্দর, শ্যামপুকুর, বেলেঘাটার মতো কেন্দ্রগুলি রয়েছে। সূত্রের দাবি, ৮ জন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছিল। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে কমিশন। যদিও, কমিশন জানায়, এটা নেহাতই রুটিন বদলি। কিছুদিন আগেই বালিগঞ্জের রিটার্নিং অফিসার-কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩০মার্চ অপসারিত করা হয় বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানি। একই ঘটনা ঘটল মঙ্গলবার। সরানো হল ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের।


কিন্তু, কেন একসঙ্গে ৮ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়? সূত্রের দাবি, এই ৮ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে,পক্ষপাতিত্ব, বিরোধীদের অভিযোগে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়ে কমিশনে নালিশ জানানো হয়েছিল। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। সূত্রের দাবি, ৮ রিটার্নিং অফিসারকে শোকজও করা হয়। তবে তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন।