কলকাতা: আজও ৮০০-র কোটাতেই দৈনিক সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮০১ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,১৮,১৮১ জন। ১৮ জুলাই-এর নিরিখে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৩,৯৯৯ জন। গতকালের তুলনায় যা ২২২ কম। 


সরকারি বুলেটিনের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৮ জনের অর্থাৎ আজ মৃতের সংখ্যা সামান্য বেড়েছে। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ১৭,৯৮৮ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। গত ১ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১,০৪২ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৪,৮৬,০৫৯ জন। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনা বিধি নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় দার্জিলিঙে ২০টি কনটেনমেন্ট জোনে এক সপ্তাহ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার অন্যত্র বাজার বন্ধ থাকবে সপ্তাহে একদিন। পাশাপাশি পশ্চিম বর্ধমানে বাজারে অভিযান চালাল পুলিশ। পূর্ব বর্ধমানে মাস্ক না পরে রাস্তায় বেরনোয় শাস্তির মুখে পড়লেন অনেকে।


উল্লেখ্য, আজকের হিসেবে দেশে কমেছে দৈনিক মৃত্যু। তবে ফের ঊর্ধ্বমুখী সক্রমণ-গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১৫৭।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন। 
একদিনে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৪।