কলকাতা: গতকালের তুলনায় বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,২২,১০৩ জন। আজকের হিসেবে রাজ্যে সক্রিয় করোনা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২,৮৯ জন।


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮,০৫৬ জনের। পাশাপাশি রাজ্যে সুস্থতার হার ৯৮.২ শতাংশ। গত ১ দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৪২ জন। শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৪,৯১,৯৫৮ জন। 


উল্লেখ্য, সরকারি হিসেব অনুযায়ী জেলার নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে দার্জিলিং। সেখানে ১ দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। যদিও কোনও মৃত্যুর খবর নেই। তালিকায় এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৮৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এর পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা। এই দুই জায়গায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৮ এবং ৫৭। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু ২ জন সংক্রমিতের।


অন্যদিকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নামল পাঁচশোর নীচে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৪২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৫১৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন।