কলকাতা: রাজ্যে করোনা কমার কোনও লক্ষণই নেই। বরং পুজোর পরের পরিসংখ্যান রীতিমত উদ্বেগের। শুক্রবারও রাজ্যের দৈনিক আক্রান্ত ৮০০ এর কোঠায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪৬ জন। বৃহস্পতিবার এই সংখা ছিল ৮৬৭। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২।
পুজো মিটতেই যেভাবে হু হু বাড়ছে করোনার সংক্রমণ তা নিয়ে সতর্কবার্তা আগেই দিয়েছিল চিকিৎসকেরা। শুধু তাই নয়, চিন্তা বাড়াচ্ছে আরেকটি বিষয়। তা হল করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কলকাতায় আক্রান্তের পরিসংখ্যান চিন্তার। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মহানগরেই করোনা আক্রান্ত হয়েছে ২৪২ জন। গতকাল কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ১৬৩ জন। এই সংখ্যা আজ বৃদ্ধি পেয়েছে অনেকটাই।
বৃহস্পতিবারের থেকে রাজ্যে বেড়েছে মৃত্যুও। বৃহস্পতিবার করোনা থাবায় প্রাণ হারিয়েছিলেন ৯ জন, শুক্রবার সেই সংখ্যা ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯২ জন। এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। সুস্থতার হার গতকালের তুলনায় কমে হয়েছে ৯৮.৩২ শতাংশ।
এক ঝলকে যদি গত কয়েকদিনের করোনা পরিসংখ্যান দেখা যায় তাহলে, ১৬ অক্টোবর সংক্রমিত হন ৪৪৩ জন। ১৭ অক্টোবর ৬২৪ জন। ১৮ অক্টোবর: সংক্রমিত হন ৬৯০ জন। ১৯ অক্টোবর সংক্রমণ ধরা পড়ে ৭২৬ জনের। ২০ অক্টোবর: সংক্রমিত ৮৬৭ জন, ২১ অক্টোবর এই সংখ্যা ছিল ৮৬৭। অনেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।বৃহস্পতিবার কলকাতায় সংক্রমিত ২৬০ জনের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত ১৬৩ জন। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ নিয়েও কলকাতায় আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১২০ জনই উপসর্গহীন।