কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আজও আটশোর কোটায়। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬৯ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,২০,৪৬৮ জন। ২১ জুলাই-এর হিসেবে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১২,৩৯১। গতকালের তুলনায় যা ১১৮ জন কম।


অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়ে মোট ১৮,০২১ জনের। তবে .০১ শতাংশ হলেও আজ রাজ্যে সুস্থতার হার গতকালের তুলনায় বেশি। হিসেব বলছে বুধবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৮ শতাংশ। 


গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৮১ জন। আক্রান্তের সংখ্যার তুলনায় এই সংখ্যাটা বেশি। সবমিলিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৯০,০৫০ জন। 


সরকারি হিসেব অনুযায়ী সংক্রমণ সব থেকে বেশি উত্তর ২৪ পরগনায়। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৯১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিন করোনা আক্রান্ত  ৭৫ জন। মৃত্যু শূন্য। পাশাপাশি কলকাতায় একদিন করোনা আক্রান্ত ৬৮ জন। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু ১ জনের।


তবে দেশের পরিসংখ্যান আশঙ্কা ছড়াচ্ছে, ভারতে করোনায় একদিনে ভয়ঙ্করভাবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জন। যেখানে গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪। 


মহারাষ্ট্র সরকার ওই রাজ্যে মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করেছে। তাতেই মহারাষ্ট্রে এক লাফে মৃতের সংখ্যা বেড়েছে  ৩ হাজার ৫০৯। সেই কারণেই একলাফে এতটা বেড়েছে একদিনে মৃতের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ১৫।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ১৭০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন। একদিন সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন।