কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে ৯০০-এর ঘরেই ঘোরাফেরা করছে করোনা সংক্রমিতের সংখ্যা। রবিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯২৪ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। গত কয়েকদিনের তুলনায় যেই সংখ্যাটা অনেকটাই কম। বুলেটিন অনুযায়ী গত ১ দিন রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১,৩১৪ জন। 


কলকাতায় যে গতিতে করোনার সংক্রমণ কমছে, জেলায় সেই গতিতে সংক্রমণ কমছে না। উল্টে, জেলার বেশ কিছু জায়গায় সংক্রমণ বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।


উল্লেখ্য, কলকাতাকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। এ দিন মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। চলছে কড়া নজরদারি। করোনা বিধি ভঙ্গের অভিযোগে গতকাল রাতে মেদিনীপুর শহর থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোটরবাইক। পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ৬টিকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। 


সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলোয়। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ, গমগম করছে দিঘা। পাহাড়েও বাড়ছে ভিড়। মাস্ক ছাড়া বেড়ানোর এমন প্রবণতায় চিন্তিত চিকিৎসকরা। কঠোরভাবে বিধি পালনের কথা বলছেন তাঁরা। 


অন্যদিকে, দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৫০৬।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ৬৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার ৫২৬।