দৈনিক মৃতের সংখ্যাও এখনও যথেষ্টই বেশি। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী,
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের। রবিবার ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয় ৬৪ জনের।
শনিবার এই সংখ্যাটা ছিল ৬১।
এই নিয়ে সোমবার পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ১১৯। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ২৮।
দৈনিক সংক্রমণের নিরিখে রেকর্ড শুধু রাজ্যে হয়নি। অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ঘরে পৌঁছে গেছে। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০৯।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় ১০ জনের।
কলকাতায় এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৬৫৩ জন।উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৬৫ হাজার ৬৩৮।
একদিকে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে কমতে থাকা সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.৬৬ শতাংশ। রবিবার তা কমে হয় ৮৭.৫৫ শতাংশ। সোমবার সুস্থতার হার আরও কমে হয়েছে ৮৭.৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭২ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৮৪।
এদিকে, রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে দশ সদস্যের বোর্ড। কয়েকদিন আগে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে তাঁর মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার হয়।
সোমবার সেখান থেকে বিশেষজ্ঞদের একটি দল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে।এদিন নির্মল মাজির মস্তিষ্ক ও ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে। করা হয়েছে ইসিজি-ও। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।