দক্ষিণ ২৪ পরগনা: এক সপ্তাহের মধ্যেই পর ফের বঙ্গ সফরে অমিত শাহ। বুধবার রাতেই শহরে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।



  • সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। 

  • সকালেই যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে।

  • এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

  • গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। 

  • দুপুর ১টা ৫০-এ সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে। 

  • সেখানে সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার। 

  • দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। 

  • এরপর যাবেন কাকদ্বীপে। সেখানে দুপুর ৩টে ৫-এ শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন তিনি।  

  • এরপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো। 

  • বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়।

  • শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনেও কর্মসূচি রয়েছে অমিত শাহর। 


এদিনও গরিব পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা সফরে নামখানার নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। 


অমিত শাহর সভা হবে ঐতিহাসিক বলে দাবি করেছেন রাজ্য বিজেপি  সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রকৃত অর্থেই পরিবর্তন শুরু হবে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন লোক হয় না। ১০০ দিনের কাজে যাঁরা যুক্ত, তাঁদের ডেকে এনে সভা ভরাতে হয়।  সেখানে আমাদের সভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেন।