দক্ষিণ ২৪ পরগনা: এএক সপ্তাহের মধ্যেই পর ফের বঙ্গ সফরে অমিত শাহ। বুধবার রাতেই শহরে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
দুপুর ১টা ৫০-এ সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে। সেখানে সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার। এরপর দুপুর ২টোয় নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ।
সেখান থেকে শাহ যাবেন কাকদ্বীপ। কাকদ্বীপে দুপুর ৩টে ৫-এ শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন তিনি। বিকেল ৩টে ১০-এ রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিনও গরিব পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা সফরে নামখানার নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।
বিজেপি সূত্রে খবর, মধ্যাহ্নভোজের মেনুতে থাকবে --
- ঘি ভাত
- ডাল
- সব্জি
- আলু-ফুলকপির তরকারি
- পনিরের তরকারি
- চাটনি - পাঁপড়
অমিত শাহর সভা হবে ঐতিহাসিক বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রকৃত অর্থেই পরিবর্তন শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন লোক হয় না। ১০০ দিনের কাজে যাঁরা যুক্ত, তাঁদের ডেকে এনে সভা ভরাতে হয়। সেখানে আমাদের সভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেন।
সব মিলিয়ে জমজমাট ভোট প্রচার।