হাওড়া: ভোট বড় বালাই। এবার হাওড়ার বাগনানে গণবিবাহের আসরে মহম্মদ রফির গান গাইলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। গতকাল রাতে ওই গণবিবাহের আসরে তিনি যোগদান করেন। বক্তৃতার বদলে কৈলাস শুরু করেন গান। হাততালিতে ফেটে পড়েন দর্শকরা।


হাওড়ার বাগনানে ওই গণবিবাহের অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।  সেখানে তিনি মাইক নিয়ে গেয়ে ওঠেন ১৯৬৮ সালে মুক্তি পাওয়া নীলকমল ছবিতে মহম্মদ রফির গাওয়া সুপারহিট একটি গান। বিজেপি নেতার গান শুনে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তারিফ করেন। গত সপ্তাহে উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শুনুন কৈলাসের গান



চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারের ফালাকাটায় আদিবাসীদের একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার মিল রোড ময়দানে এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। ৯০০ জন আদিবাসী তরুণ তরুণীর গণবিবাহ হয় ওই অনুষ্ঠানে। অনেকের হাতে উপহার তুলে দেন মমতা। সেখানে খোশ মেজাজে দেখা যায় তাঁকে। কখনও মেতে ওঠেন ধামসা মাদলের তালে, আবার কখনও পা মেলান আদিবাসীদের নাচের ছন্দে। আর এবার কৈলাসকে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে সর্বসমক্ষে গান গাওয়ায় মুখ খুলেছে তৃণমূল। তারা এবার দাবি করেছে, তাদের অনুকরণ করছে বিজেপি। বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন এই দাবি করেছেন। তিনি বলেছেন, বিজেপি তৃণমূলের অনুকরণ করছে, এতে কোনও লাভ হবে না, মানুষ কাকে ভোট দেবে ঠিক করে নিয়েছে। মু‍খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ওরা নিজেদের নামে চালায়, এভাবে মমতা হওয়া যায় না, ভোটের মুখে এখন রাজনীতি করছে ওরা।


পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তাদের হাওড়া গ্রামীণ সভাপতি প্রত্যুষ মণ্ডল বলেছেন, তৃণমূল এখন বিজেপি আতঙ্কে ভুগছে। এটা আমাদের সৌভাগ্য যে কৈলাস বিজয়বর্গীয় গণবিবাহের অনুষ্ঠানে এসেছিলেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই, অনুকরণও নেই৷