গোপাল চট্টোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বীরভূম: আজ বোলপুর থেকে কীর্ণাহার পর্যন্ত বিজেপির রথযাত্রা। নেতৃত্বে রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। 


বিজেপির রথযাত্রা বানচাল করতে বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের রথযাত্রায় যোগ দিয়ে বিস্ফোরক দাবি করলেন রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এদিকে, পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।আহত উভয়পক্ষের ৪ জন।


অভিযোগ, ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপির কর্মী-সমর্থকেরা পরিবর্তন যাত্রা থেকে ফেরার পরে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়া হয়।


পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জেরে গণ্ডগোল বাধে। উভয় পক্ষেরই আহত কর্মী-সমর্থকদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। 


জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে। গতকাল ইলামবাজারে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল আর সেই কর্মসূচি থেকে ফেরার পরই এই গণ্ডগোল বাঁধে। যদিও রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।