সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদার হেলঞ্চায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যা নিয়ে, বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর।
সোমবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে বাগদার হেলঞ্চায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পরিবর্তন যাত্রা থেকে বৃহস্পতিবার সেই মূর্তিতে মাল্যদান করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যা নিয়ে বনগাঁর তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর গোপাল শেঠের খোঁচা, ‘’আমাদের পথেই হাঁটতে হবে ৷’’
বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকার নিমতলায় রথের উদ্বোধন করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। এদিন সন্ধেয় বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌঁছয় বাগদার হেলঞ্চায়। সেখানে, গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে প্রণাম করে, মালা দেন উত্তর প্রদেশের বিজেপি সাংসদ।
গোটা ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানান, ‘’মূর্তি যে কেউ বসাতে পারে, ঠাকুর যেখানে থাকবে সেখানেই তার গলায় মালা দেব।‘’
এরাজ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক।
সামনেই বিধানসভা ভোট, তার আগে, মতুয়া ভোটকে পাখির চোখ করছে সব দল। ১১ ফেব্রুয়ারি মতুয়া অধ্যুষিত বনগাঁর ঠাকুরনগরে সভা করে সিএএ নিয়ে বার্তা দেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে এবার গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান নিয়েও শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা।