ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিজেপিতে যোগদানের পরেই অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পেলেন যশ ও হিরণ। দুই অভিনেতার সঙ্গে আলাদা করে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব না পেলেও ভোটে ঝাঁপিয়ে পড়তে চান দুই অভিনেতা। যদিও তৃণমূল সাংসদ নুসরত জাহানের দাবি, দলনেত্রীকে যাঁরা ভালবাসেন তাঁরা তৃণমূলেই থাকবেন।


বিজেপিতে যোগ দেওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছিলেন, বিজেপির হয়ে মন খুলে কাজ করতে চাই৷ বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জানান, ৪৪ বছর বাংলায় লক্ষ্মী নেই, বাংলায় লক্ষ্মী ফেরাতে হবে ৷


ভোটের মুখে টালিগঞ্জে এখন ফুল-বদলের পালা ৷ বুধবার যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদান ছিল নাটকীয়তায় ভরা ৷ বৃহস্পতিবার নামখানায় বিজেপির সভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপি পতাকা তুলে নেন আর এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।


বিজেপিতে যোগ দেওয়ার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাক পেলেন একদা তৃণমূল ঘনিষ্ঠ দুই অভিনেতা। শুক্রবার সকালে তাঁরা পৌঁছে যান নিউটাউনের এক হোটেলে। সূত্রের দাবি, দুই অভিনেতার সঙ্গে আলাদা করে কথা বলেন অমিত শাহ। তবে কোনও দায়িত্ব না পেলেও, নতুন দলের হয়ে কাজ করতে মুখিয়ে আছেন যশ ও হিরণ।


বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা যশ দাশগুপ্ত জানান, ‘‘আমরা সৌভাগ্য এত তাড়াতাড়ি ওনার সঙ্গে দেখা হল, বললেন কাজ কর, তোমাদের মতো ছেলেদের দরকার ৷’’ বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জানান, ‘’ওনার সঙ্গে কথা এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা, কী ভাবছি জানতে চাইলেন, আমার থেকেও বাংলার অনেক বেশি জানেন উনি ৷’’


যদিও তারকাদের বিজেপিতে যোগদানের প্রবণতা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান জানান, ‘’আমি নিজের দল নিয়ে ভাবছি, যারা যাচ্ছে তারা যাক, যারা দিদিকে ভালবাসে তারা চিরকাল দিদির সঙ্গে থাকে ৷’’


২০১১-র বিধানসভা ভোটের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত টালিগঞ্জে কার্যত নিরঙ্কুশ প্রভাব ছিল তৃণমূলের। লোকসভা ভোটের পর থেকেই পদ্মে যোগ দেওয়ার প্রবণতা বাড়তে থাকে। রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে অবশ্য বিজেপিতে সে অর্থে দায়িত্ব পাননি কোনও তারকাই।