গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের মুখে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল। নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ  করতে গিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতির বেফাঁস মন্তব্য,"ঘোষরা ৮০ বছর না হলে সাবালক হয় না।"


সোমবার বীরভূমের নলহাটিতে তৃণমূলের সভায় তাঁর এই মন্তব্য ঘিরে তোলপাড়া জেলা রাজনীতি। যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি অমৃতলাল ঘোষ বলেন, ঘোষ সস্প্রদায় এভাবে কেন উনি বলবেন। এর জন্য আমরা ওনাকে বয়কট করার আবেদন জানাচ্ছি। উনি যদি ক্ষমা যদি না চান তাহলে বীরভূম জেলা ওবিসি মোর্চার পক্ষ থেকে রাস্তা নেমে প্রতিবাদ জানাব। যেখানে ওনার সাথে দেখা হবে কালো পতকা দেখাব।


যদিও অনুব্রত মণ্ডলের দাবি, কোনও সম্প্রদায় নয়, বিজেপি রাজ্য সভাপতিকে নিশানা করে তিনি এই কথা বলেছিলেন। বললেন, আমি ঘোষ সম্প্রদায় নয়, দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলতে চেয়েছি।


দিলীপ ঘোষের সঙ্গে অনুব্রত মণ্ডলের বাগযুদ্ধ নতুন নয়। এর আগে, দিলীপ ঘোষকে 'ভাইরাস' কটাক্ষ করে তিনি বলেছিলেন,পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাইরাস দিলীপ ঘোষ।


যদিও, বিজেপি রাজ্য সভাপতির টিপ্পনী, আগের থেকে অনেক আওয়াজ কমে গেছে। ধীরে ধীরে স্পিকারের কানেকশনটাও কেটে যাবে। 


ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে আকচা-আকচি, ব্যক্তি আক্রমণ।