সবং : বৃহস্পতিবার ভোটের আগে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হন এক বিজেপি কর্মী। সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতির অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই কোপ্তিপুর ও খরিকা গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার অনুগামীরা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি, বোমাবাজি হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টার পাশাপাশি, ভোটের ফায়দা তুলতে মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির। 

অন্যদিকে, আগামীকাল ভোটের আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ গ্রামে। বিজেপি কর্মী সৌরভ আচার্যর দাবি, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপির দাবি। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 


এদিকে ভোটের ঠিক আগেই  দুই মেদিনীপুর থেকে উদ্ধার হল এক ডজন বোমা উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার বাকি অংশে আগামীকাল ভোট। তার আগে পটাশপুরের সাঁয়া গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে গ্রামবাসীরা স্থানীয় কাঠকলের সামনে ১০টি বোমা পড়ে থাকতে দেখেন। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। 


রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার। এরমধ্যে পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। 

রাত পোহালেই নন্দীগ্রামে ভোট। তার আগে আকাশপথে নজরদারি নির্বাচন কমিশনের। কপ্টারে চড়ে এলাকা ঘুরে দেখছেন কমিশনের প্রতিনিধিরা। 
টানটান উত্তেজনার মাঝেই আগামীকাল ভোট-যুদ্ধে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তার আগে আজ নন্দীগ্রামে ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। এর আগে প্রচারে গিয়ে বারবার নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।