সমীরণ পাল, দেগঙ্গা:  দুয়ারে সরকারের আদলে অন্তঃসত্ত্বাদের জন্য দুয়ারে খাবার বিলি কর্মসূচি ঘিরে দেগঙ্গায় তুঙ্গে রাজনৈতিক তরজা। দেগঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গতকাল থেকে ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তঃসত্ত্বাদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবারের প্যাকেট বিলি করা শুরু হয়। বিনামূল্যে ওষুধ বিলির পাশাপাশি হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। নির্বাচনের আগে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে, অন্তঃসত্ত্বাদের খাবার বিলির সিদ্ধান্ত, কটাক্ষ করেছে বিজেপি। এনিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


দেগঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যসম্মত খাবারের প্যাকেট বিতরণ করা হয়। দেগঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিতরণ করা হয় যে প্যাকেট। গর্ভবতী মায়েরা যাতে সুস্থ থাকে এবং তাদের বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করতে একটি ফোন নাম্বারও চালু করা হয়। আজ দেখা যায় দেগঙ্গার চৌরাশী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে বুথে একটি মারুতি ভ্যানে করে পুষ্টিসম্মত খাবারের প্যাকেট নিয়ে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে অন্তঃসত্ত্বাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।


ভোটের মুখে এই প্যাকেট বিলি নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গাতে। তৃণমূল কংগ্রেস ভোটের সময় এসেছে ভোটব্যাংকে নিজেদের কোলে টানতে এবারে অন্তঃসত্ত্বাদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তবে তোলাবাজ লুটতরাজ তৃণমূলের দেওয়াত খাবার পর্যবেক্ষণ করে না খেলে যে সন্তান জন্মগ্রহণ করবে সে তোলাবাজ হয়ে জন্মাবে বলে কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ।


দেগঙ্গার যুব সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন দেগঙ্গা ব্লক কৃষি প্রধান এলাকা। হাজার হাজার শ্রমজীবী মানুষের বসবাস সেখানে করোনা আবহের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তঃসত্ত্বারা। এই অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এই পুষ্টিকর খাদ্য বিতরণ করছি। বিজেপির কটাক্ষ  ছাড়া আর আর কোন কাজ নেই। কোন ভাল কাজ করার ক্ষমতা নেই মানুষে মানুষে বিভেদ তৈরি করা দাঙ্গা লাগানোই তাদের একমাত্র রাজনৈতিক পন্থা। তাই তৃণমূল কংগ্রেস বিজেপির এই কটাক্ষকে গুরুত্ব দেয় না।