সমিত সেনগুপ্ত,কলকাতা: এক এক করে ‘মা ক্যান্টিন’-এর সংখ্যা বাড়ছে শহরে। গতকাল থেকে দক্ষিণ কলকাতার ৮৭ নম্বর ওয়ার্ডে চালু হলো এই ক্যান্টিন। মাত্র ৫ টাকায় পাওয়া যাচ্ছে দুপুরের পেট ভরা খাবার।


পঞ্চায়েত ভোটের আগে চমক ছিল ‘২১-এ অন্নপূর্ণা’। ২১-এর বিধানসভা ভোটের আগে জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে রাজ্যে চালু হয়েছে ‘মা ক্যান্টিন’। যেখানে ৫ টাকায় পেট ভরে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মাত্র ৫ টাকা দিলেই পাতে পড়ছে ভাত, ডাল একটি তরকারি ও ডিমের ঝোল ৷


শুক্রবার এই ক্যান্টিং চালু হল কলকাতা পুরসভার ৮৭ নম্বর নম্বর ওয়ার্ডে। এদিন দুপুরে মুদিয়ালি এবং লেক এলাকার মানুষের জন্য ১০০ জনের খাবার নিয়ে পৌঁছে যান স্বেচ্ছাসেবকরা। ক্যান্টিন চালু হওয়ার প্রথম দিনেই উপচে পড়ে ভিড়। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানান, এতে ভাল সাড়া পাওয়া যাচ্ছে ৷


সাদার্ন এভিনিউ-এর ওপর সুইমিং পুলের সামনে প্রতিদিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত মিলবে ‘মা ক্যান্টিন’-এর খাবার। ৮ নম্বর বরোর কো-অর্ডিনেটর সঞ্জীব বক্সী জানান, এই বরোর ১১ টা ওয়ার্ডেই মা প্রকল্প শুরু হয়েছে৷ দুপুরে সস্তায় খাবারের জন্য এবারের রাজ্য বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মা কিচেনে প্রতি প্লেটে ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।