কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী? সম্ভাবনা খারিজ করলেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক শিখা মিত্র। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি।
পাশাপাশি, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। দাবি করলেন, "কংগ্রেস পার্টি আমাদের কোণঠাসা করার চেষ্টা করছে। আমাকে আর আমার ছেলেকে তো বাঁচতে হবে।"
সূত্রের খবর, গতকাল সন্ধেয় সোমেন মিত্রর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। শিখা মিত্রকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি। শুধু তাই নয়, চৌরঙ্গি কেন্দ্রে শিখা মিত্রকে প্রার্থী করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
প্রসঙ্গত, এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন হবিবপুরের তৃণমূল নেত্রী সরলা মুর্মু, যাঁকে হবিবপুরে সরলা মুর্মুকে প্রার্থী করেছিল শাসক দল।
এই জল্পনার মধ্যেই এদিনই সরলা মুর্মুকে সরিয়ে প্রদীপ বাস্কেকে প্রার্থী করে তৃণমূল। অসুস্থতার কারণে প্রার্থী বদল, জানানো হয় তৃণমূলের তরফে। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মালদা জেলা পরিষদের ১৪ জন সদস্যও।
এছাড়া, বিজেপি যোগ দিতে পারেন সোনালি গুহ। সোনালি গুহ সাতগাছিয়ার তৃণমূলের বিদায়ী বিধায়ক। বিজেপিতে যেতে পারেন জটু লাহিড়ি। শিবপুরে তৃণমূলের বিদায়ী বিধায়ক জটু লাহিড়ি
বিজেপিতে যোগ দিতে পারেন শম্পা দরিপা। তৃণমূলে যোগ দেওয়া বাঁকুড়ার বিদায়ী বিধায়ক। মুকুল রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন তপন বিধানসভায় বিদায়ী তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা।
এছাড়া, মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ বসিরহাট উত্তরের তৃণমূলের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের। তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর সূত্রের।