পূর্ণেন্দু সিংহ ও বিশ্বজিৎ দাস: নজরে নীলবাড়ি! বাংলায় প্রথম দফার মহাযুদ্ধ শুরু হতে বাকি ২ সপ্তাহ। তার আগে ফের বঙ্গে নরেন্দ্র মোদির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। 


২৭ মার্চ থেকে রাজ্যে শুরু বিধানসভা ভোট। ফাইনালের আগে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি। সপ্তাহজুড়ে রাজ্যে একের পর এক সভা করবেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। সাতদিনের মধ্যে পাঁচদিনই এরাজ্যে তাঁদের দু’জনের সভা রয়েছে।


রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন মিশন জঙ্গলমহল। সোমবার সকালে ঝাড়গ্রামে অমিত শাহর জনসভা। দুপুরে সভা বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতড়ায়।


 



 


শনিবার বাঁকুড়ার খাতড়ার এটিএম গ্রাউন্ডে অমিত শাহ-র সভামঞ্চের খুঁটি পুজোর আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের এক প্রতিনিধি। বাঁকুড়া বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, এতো দিন ধরে জঙ্গল মহলের মানুষের প্রতি অন্যায় হয়েছে। আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। অমিত শাহের মুখ থেকেই মানুষ সেই বার্তা শুনতে পাবেন।


পাল্টা বাঁকুড়া তৃণমূল কংগ্রেস মুখপাত্র দিলীপ আগরওয়াল বলেন, আদিবাসী, কৃষক থেকে মতুয়াদের মন জয় করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ঐ দলের সভাপতি আসছেন, তাঁদের বাড়িতে খাবার খাচ্ছেন। পরে ফাইভ স্টার হোটেল হয়ে দিল্লি ফিরে যাচ্ছেন।


রবিবার বিকেল ৫টায় খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ। 



খড়গপুরের মালঞ্চর অতুলমণি হাইস্কুলের সামনে থেকে মালঞ্চ বিস্কুট কারখানা পর্যন্ত  ১ কিলোমিটার, রোড শো-র প্রস্তুতি চলছে। ২০১৬-তে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 


২০১৯-এ দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ার পর, উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি তৃণমূলের কাছে হারায় বিজেপি। তাই লড়াই এবার হাড্ডাহাড্ডি।


একদিকে, তৃণমূলের হেভিওয়েট প্রদীপ সরকার। বিপক্ষে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবং সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের রীতা শর্মা। 


ত্রিমুখী এই লড়াই হবে আগামী ১ এপ্রিল, দ্বিতীয় দফায়।