সমীরণ পাল, বারাসত: নিউ নর্মালে চালু হয়েছে নতুন নিয়ম। ৮০ বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এবার পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দেশে পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন।
শারীরিক প্রতিবন্ধী ভোটার এবং আশির ঊর্ধ্বে বয়স এমন ভোটারদের জন্য নির্বাচন কমিশন এবার অন্যরকম ভাবনা-চিন্তা করছে। যাঁরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, এরকম অনেক মানুষ আছেন। সেইসব মানুষের তালিকা তৈরি করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান কি না? নাকি পোস্টাল ব্যালটে ভোট দিতে চান? যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাঁদের আবার পুনরায় তালিকা তৈরি করে নির্দিষ্ট পোলিং ডেটের পাঁচ দিন আগে সেই পোস্টাল ব্যালটের ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করে নেওয়ার কাজ শুরু হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ করেছেন প্রশাসনের কর্মীরা। এরপর শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের তালিকা তৈরির কাজ। এমনই জানিয়েছেন বারাসত সদরের মহকুমা শাসক ভাস্কর পাল।
নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি মানুষ। বারাসতের বাসিন্দা রমা আচার্য বলেছেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। তাই এতদিন তাঁদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি। এবার পোস্টাল ব্যালটে তাঁরা ভোট দিতে পারবেন। এতে সবাই খুশি।’
হাবিবুর রহমান নামে স্থানীয় এক বয়স্ক ব্য়ক্তি মনে করেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দিতে পারার আনন্দ অন্যরকম। তবে নির্বাচন কমিশনের এই ভাবনাকে তিনিও স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, নতুন ভোটারদের উৎসাহ দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন। শুক্রবার বারাসতের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যায় কমিশনের প্রতিনিধি দল। সেখানে ভোটারদের উৎসাহিত করেন তাঁরা। দীর্ঘক্ষণ চলে ক্যুইজ প্রতিযোগিতা। ইভিএমে ভোট দেওয়া নিয়ে নতুন ভোটারদের প্রশিক্ষণও দেওয়া হয়। নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের তরফে এই ধরনের কর্মসূচি আরও নেওয়া হবে বলে জানানো হয়েছে।