গোপাল চট্টোপাধ্যায়,বীরভূম: ‘খেলা’ শুরু হতে বাকি নেই বেশি সময়, তবে বাঁশি বাজার আগেই প্রস্তুতির বহর নজর কাড়ছে। স্লোগান, গান, ডিজের পর এবার জার্সি! পূর্ব বর্ধমানে যখন তৃণমূল কর্মীদের গায়ে খেলা হবে জার্সি। পিছিয়ে নেই বীরভূমের বিজেপি কর্মীরাও। দেওয়ালে জুড়ে খেলা হবে স্লোগান তাদের। চড়ছে বাগযুদ্ধের পারদও।


ভোটমুখী বঙ্গে রাজনৈতিক পারদ যত বাড়ছে ততই ক্রমশ ঊর্ধ্বমুখী ‘খেলা হবে’-র টিআরপি। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, সবাই হুঁঙ্কারের সুরে প্রতিপক্ষের উদ্দেশ্যে খেলার বার্তা ছুঁড়ছেন।


দুবরাজপুর ব্লকের জশপুর পঞ্চায়েতে তৃণমূলের দেওয়াল লিখনে আবার "খেলা হবে"-র দোসর "বাংলা নিজের মেয়েকেই চায়"। অর্থাৎ‍ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই।


খেলা হবে, বাংলা নিজের মেয়েকেই চায়, তৃণমূলের এই দেওয়াল লিখন দেখে কটাক্ষের সুর খোদ বিজেপির রাজ্য সভাপতির গলায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘এখন বলছেন আমি আপনার বাড়ির মেয়ে, পরে বলবেন আমি আপনার বাড়ির ঝি, আমাকে ভোট দিন। কী বাকি রেখেছেন উনি ৷’’


বীরভূমের নানুরে আবার বিজেপির দেওয়াল লিখনে খেলা হবে ছড়া! নানুর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক তারকেশ্বর সাহা জানান, ‘‘গ্রামে গ্রামে খেলা হবে, খেলবে বাংলার জনতা, জয়ী হবে বিজেপি ৷’’


পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ করেছে তৃণমূল। নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, ‘‘স্লোগান চুরি করা বিজেপির ধর্ম, নির্বাচন ঘোষণার এক সপ্তাহ পর দেখে নেব কোথায় বিজেপির দেওয়াল থাকে ৷’’


ভোটের আগে সবাই বলছ, খেলা হবে। ভোটের সময় কে ভাল খেলে, সেটাই দেখার।