অমিতাভ রথ,ঝাড়গ্রাম: তৃণমূল সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঝাড়গ্রামের নেদাবহরা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় অস্বস্তিতে বিজেপি। আক্রমণে তৃণমূল।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তৃণমূলকে ক্রমাগত বিদ্ধ করে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে এবার উলটপুরাণ। রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। তাও আবার খাস জঙ্গলমহলে, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে যেখান থেকেই শুরু হয়েছিল রাজ্যে 'পদ্ম ফোটা'! বিক্ষোভকারী দেবু রানা বলেন, 'আমরা বাড়ি পাইনি, যাদের গাড়ি বাড়ি আছে তারাই পেয়েছে ৷'
বিজেপি পরিচালিত ঝাড়গ্রামের নেদাবহরা গ্রামপঞ্চায়েত। তার বিরুদ্ধে সরব স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, বাংলা আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণ চলছে। যোগ্য দাবিদারদের না দিয়ে বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে ঘনিষ্ঠদের। আরেক বিক্ষোভকারী হেমলতা মাহাতোর কথায়, সেই কবে আমাদের আধার কার্ড নিয়েছিল, কিন্তু আমরা আবাস যোজনায় বাড়ি পাইনি এখনও ৷
প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিজেপির পঞ্চায়েত প্রধান সহ অন্য সদস্যদের অফিসঘরে তালাবন্দি করে রাখেন এলাকার কয়েক'শ মহিলা। ঝাড়গ্রামের জয়েন্ট বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও অবস্থান তুলে নেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। নেদাবহরা গ্রামপঞ্চায়েতের বিজেপি নেত্রী ও প্রধান মণিদীপা মাহাতো জানান, এই তালিকা তো আমি করিনি। আমি আসার আগেই হয়ে গেছে। বিষয়টা দেখছি ৷
প্রধান এই দাবি করলেও, আত্মপক্ষ সমর্থনে অন্য যুক্তি খাড়া করেছে জেলা বিজেপি। ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপতি জানান, বিজেপি পরিচালিত পঞ্চায়েত হলেও সবটাই চালায় বর্তমান সরকার। বিজেপির পঞ্চায়েত শুধু পুতুল ৷
ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলনেত্রী রেখা সরেন বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। বিজেপি পরিচালিত সব পঞ্চায়েতের একই অবস্থা। বিজেপি করছে সব ৷ গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।